Bengali
Our Departments
Announcements
Documents Verification for 1st Semester Admitted Students (Mop-Up Round)
Admission Varification Schedule 2024-25
Summer Recess 2024
IIRS OUTREACH PROGRAM 141
About The Department
Year of Establishment: 1988
পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর অংশে পাহাড়ের পাদদেশে দার্জিলিং জেলার তরাই অঞ্চলে ১৯৮৮ সালের ২১ নভেম্বর গড়ে উঠেছে কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়। প্রতিষ্ঠাকালে মহাবিদ্যালয়ে শুধুমাত্র বাণিজ্য বিভাগে পঠন-পাঠন হত । সেই বিভাগেরই ছাত্রছাত্রীদের আবশ্যিক বাংলা (Compulsory Bengali) পড়ানোর মধ্য দিয়ে মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের জয়যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে ১৯৯৫ সালে বাণিজ্য বিভাগের পাশাপাশি কলা বিভাগ চালু হলে আবশ্যিক বাংলা সহ সাধারণ বাংলা (Elective Bengali) বিষয়ের পাঠদান করা হতে থাকে। এরপর ২০০৩ থেকে বাংলা বিষয়ে সাম্মানিক পাঠক্রম (Honours Course) চালু হয়। বর্তমানে মহাবিদ্যালয়ে বাণিজ্য বিভাগ, কলা বিভাগ ও বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের আবশ্যিক বাংলা (MIL) যেমন পড়ানো হয় তেমনি সাম্মানিক বাংলা (Honours Course) ও সাধারণ বাংলা পাঠক্রমে (General Course) পাঠদান হয়ে থাকে।
বর্তমানে বিভাগে পাঁচ জন অধ্যাপক রয়েছেন। বাংলা ভাষা ও সাহিত্যে কৃতবিদ্য অধ্যাপকেরা অত্যন্ত দায়িত্বের সঙ্গে ছাত্রছাত্রীদের পাঠদান করে চলেছেন। বিভাগের নিজস্ব স্মার্ট ক্লাসরুম (Smart Class Room) না থাকলেও ছাত্রছাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখে মহাবিদ্যালয়ের স্মার্ট ক্লাস রুমে ও কখনো কখনো বিভাগেই স্থানান্তরযোগ্য মিনি প্রজেক্টর ব্যবহার করে পাঠদান করেন অধ্যাপকেরা। বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট পাঠ্যসূচির পাশাপাশি অতিরিক্ত পাঠের (Add-on Course) মাধ্যমেও ছাত্রছাত্রীদের সাহিত্যের প্রতি আগ্রহী ও সমৃদ্ধ করে তুলছেন তাঁরা।
আমাদের লক্ষ্য (Our Vision)
কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয় দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার মূল শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে গ্রামীণ পঞ্চায়েত এলাকায় অবস্থিত। অদূরেই রয়েছে প্রচুর চা-বাগান। আমরা লক্ষ করেছি, মহাবিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রী গ্রামীণ এলাকার ও দ্বিতীয় প্রজন্মের। এরই সঙ্গে লক্ষ করা যায় প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী চা-বাগান এলাকার আদিবাসী সমাজের অত্যন্ত দুঃস্থ, নিম্নবিত্তের ও প্রথম প্রজন্মের শিক্ষার্থী।
এই পরিপ্রেক্ষিতে আমাদের মূল লক্ষ্য হল, ছাত্রছাত্রীদের নিজ নিজ মাতৃভাষা সহ বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি অনুরাগ সৃষ্টি করে বাংলা ভাষা ও সাহিত্যে সমৃদ্ধ করে তোলা। এরই সঙ্গে তাদের বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার জন্য প্রস্তুত করে জীবনে ও সমাজে প্রতিষ্ঠিত করে তোলাও আমাদের লক্ষ্য।
আমাদের পরবর্তী লক্ষ্য :
- বাংলা বিষয়ে নিয়মিত পাঠক্রমে (Regular Course) স্নাতকোত্তর খোলা।
- রাজবংশী ও আদিবাসী ভাষা ও সংস্কৃতিচর্চা কেন্দ্র গড়ে তোলা।
- একটি সমৃদ্ধ বিভাগীয় গ্রন্থাগার প্রতিষ্ঠা করা।
- বৃত্তিমুখী জীবিকার লক্ষ্যে ছাত্রছাত্রীদের আগ্রহ বৃদ্ধির জন্য একটি সাহায্যপ্রদান কেন্দ্র গড়ে তোলা।
- একটি আবৃত্তি ও নাট্যচর্চা কেন্দ্র গড়ে তোলাও আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা।
আমাদের লক্ষ্যপূরণের পথে (Our Mission)
- মহাবিদ্যালয়ে বর্তমান নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের শাখায় স্নাতকোত্তর বাংলা পড়ানো হলেও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা বিষয়ে নিয়মিত পাঠক্রম (Regular Course) প্রবর্তনের বিষয়ে অধ্যক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।
- মহাবিদ্যালয়ের সন্নিহিত অঞ্চলে প্রচুর রাজবংশী, ধীমাল, সাঁওতাল, ওরাওঁ প্রভৃতি জনজাতির মানুষের বাস। এইসব মানুষের সঙ্গে বাংলা ভাষার যোগ বিচ্ছিন্ন নয়। তাদের ভাষা ও সংস্কৃতিকে রক্ষা ও উন্নতিকল্পে বাংলা বিভাগের অধীনে একটি আদিবাসী ভাষা ও সংস্কৃতিচর্চা কেন্দ্র গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
- বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীরা যাতে সাফল্যলাভ করতে পারে সেজন্য বিভাগের পক্ষ থেকে নানা সময়ে বিভাগের অধ্যাপকগণ ও বিভিন্ন পরীক্ষায় সফলতা প্রাপ্ত প্রাক্তনীদের দিয়ে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
- বিভাগের নিজস্ব একটি গ্রন্থাগার খোলার বিষয়ে অধ্যক্ষের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।
বিভাগীয় নিয়মাবলী (Department Rules)
- ছাত্রছাত্রীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি একান্ত প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সেমেস্টারের শেষে চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্লাসে ৭৫% উপস্থিতি বাধ্যতামূলক।
- একটানা সাতদিনের বেশি ক্লাসে অনুপস্থিত থাকলে বিভাগীয় প্রধানের কাছে ছুটি মঞ্জুরের আবেদন করতে হবে।
- ক্লাস টেস্ট, গ্রুপ ডিসকাশন, ভাইভা প্রভৃতি আভ্যন্তরীণ মূল্যায়ন পরীক্ষায় ছাত্রছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক।
- বিভাগে র্যাগিং নিষিদ্ধ। কোনভাবেই কাউকে শারীরিক ও মানসিক নির্যাতন করা যাবে না। শিক্ষার জন্য একটি সুস্বাস্থ্যকর এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।
- প্রতিটি ক্লাস শুরুর আগে ক্লাসে উপস্থিত হতে হবে।
- ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করা চলবে না।
- শ্রেণিকক্ষ ফাঁকা হলে শ্রেণিকক্ষের ফ্যান, লাইট বন্ধ করতে হবে।
- বিভাগ তথা মহাবিদ্যালয়কে পরিষ্কার রাখতে যত্রতত্র নোংরা-আবর্জনা ফেলা যাবে না। এজন্য নির্দষ্ট স্থানে রাখা ডাস্টবিনে ফেলতে হবে।
- বিভাগের বিভিন্ন অনুষ্ঠান যেমন রবীন্দ্রজয়ন্তী, নজরুলজয়ন্তী, ভাষাদিবস প্রভৃতিতে সমস্ত ছাত্রছাত্রীকে সক্রিয় অংশগ্রহণ করতে হবে।
- নিয়মিত মহাবিদ্যালয়ের তথা বিভাগের নোটিশ বোর্ড লক্ষ করতে হবে।
বিভাগের উল্লেখযোগ্য দিক (Department Distinctiveness)
- বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পড়াশোনার পরিবেশ বিদ্যমান।
- বিভাগে ডক্টরেট উপাধি প্রাপ্ত দু'জনের একজন বরিষ্ঠ সহযোগী অধ্যাপক (Associate Professor) এবং অন্যজন সহকারী অধ্যাপক (Assistant Professor) হিসেবে অধ্যাপনায় নিযুক্ত। এছাড়াও নেট/সেট উত্তীর্ণ এবং এম. ফিল. উপাধিধারী তিনজন রাজ্য পোষিত মহাবিদ্যালয় শিক্ষক (State Aided College Teacher) রয়েছেন।
- প্রায় প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ছাত্রছাত্রীরা স্থান লাভ করে থাকে এবং অনেক ছাত্রছাত্রী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়।
- বিভাগে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি, পঁচিশে বৈশাখ, নজরুল জয়ন্তী প্রভৃতি বিশেষ দিনগুলি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালনের পাশাপাশি শিক্ষক দিবস, নবাগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নবীনবরণের আয়োজন করে ছাত্রছাত্রীরা। এছাড়া বিদায়ী ছাত্রছাত্রীদের জন্য বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানও হয়ে থাকে বিভাগে।
- বিভাগ থেকে শীতকালে পাহাড়ের কোলে বনভোজনের (Picnic) জন্য নিয়ে যাওয়া হয়।
- ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয় প্রতিবছর ।
- পাঠক্রম বহির্ভূত অতিরিক্ত পাঠ (Add-on Course) লাভের সুযোগ পায় ছাত্রছাত্রীরা।
Students Feedback
Academic Calendar
Message From HOD
১৯৮৮ সালে নভেম্বর মাসে বাণিজ্য বিভাগ নিয়ে কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালে বাংলা বিভাগে একজন পূর্ণ সময়ের অধ্যাপক নিয়োগ করে কেবলমাত্র স্নাতকস্তরের আবশ্যিক বাংলা (Compulsory Bengali) পড়ানো হত। পরে কলা বিভাগ চালু হলে আবশ্যিক বাংলা ও সাধারণ বাংলা পাঠক্রমে পাঠদান হতে থাকে। ২০০৩ সালে সাম্মানিক বাংলা চালুর পর তৎকালে এই বিভাগে একজন পূর্ণ সময়ের অধ্যাপিকা হিসাবে প্রায় দু’বছর যাবৎ অধ্যাপনায় রত আমার সঙ্গে আর একজন আংশিক সময়ের অধ্যাপিকা (Part-time Teacher) নিয়োগ করা হয়।
বর্তমানে বিভাগে একজন সহযোগী অধ্যাপক (Associate Professor), একজন সহকারী অধ্যাপক (Assistant Professor) এবং তিনজন রাজ্য পোষিত মহাবিদ্যালয় শিক্ষক (SACT) পাঠদান করে থাকি। যথার্থ যোগ্যতাসম্পন্ন বিভাগের প্রত্যেক অধ্যাপক তাঁদের মেধা, মনন ও চেষ্টায় ছাত্রছাত্রীদের পাঠদানে নিজেদের প্রতিনিয়ত উৎসর্গ করে চলেছেন। ফলস্বরূপ প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় তারা উল্লেখযোগ্য স্থান অর্জন করতে সক্ষম হচ্ছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়েও স্নাতকোত্তর বিভাগে তারা পঠনপাঠনে সুযোগ পাচ্ছে।
মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ ছাত্রছাত্রীদের শিক্ষায় ও সংস্কৃতিতে সমৃদ্ধ করে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। বিভাগের অনেক প্রাক্তনী বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে সম্মানের সঙ্গে কর্মরত।
Study Materials on Departmental Library
Faculty Members
Assistant Professor || Bengali
Department of Bengali || Assistant Professor
SACT -I || Department of Bengali
Assistant Professor || Department of Bengali
Associate Professor || Dept. of Bengali